সরাইল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি হলেন খাইরুল ইসলাম সোহেল

0 3

মোহাম্মদ মাসুদ , সরাইল।।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ১২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির মধ্য থেকে ধর্মতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খাইরুল ইসলাম সোহেল শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর উন্নয়ন, বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ ও অনুদান প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুদান প্রদান, শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণে অবদান, শিক্ষার্থীদের শিক্ষা, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধকরণ ও দক্ষতাসহ নানান বিষয়ে অবদান রাখার জন্য তাকে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

সরাইল উপজেলা শিক্ষা অফিসার মোঃ নৌসাদ মাহমুদের সাক্ষর করা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। জাতীয় শিক্ষক পদক-২০২৩ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে এ শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। ইঞ্জিনিয়ার খাইরুল ইসলাম সোহেল সরাইল উপজেলার একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান(ভোকেশনাল) এম এ বাশার আইডিয়াল ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন সম্পন্ন করে কারিগরি শিক্ষায় নিজেকে নিয়োজিত করেছেন। তিনি সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত মফিজুল ইসলাম সরাইল উপজেলার একজন সুনামধন্য প্রধান শিক্ষক ছিলেন। তার দাদা কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত জনাব আবদুল হাকিম। একই বিজ্ঞপ্তিতে উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares