Main Menu

জাতীয় সাংস্কৃতিক সংগঠন “কলরব” -এর শিল্পীবৃন্দ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় অাসছেন

+100%-

kolorob
.
সময়ের শ্রেষ্ঠ ইসলামী সংগীত শিল্পী অাইনুদ্দীন অাল অাজাদ রহ. প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় ইসলামী সাংস্কৃতিক দল জাতীয় সাংস্কৃতিক সংগঠন “কলরব” -এর কেন্দ্রীয় শিল্পীবৃন্দ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় অাসছেন । অাল-ইসলামিয়া নাছিরুল মিল্লাত ফাউন্ডেশন, কাছাইট, ব্রাহ্মণবাড়িয়ার অায়োজনে কাছাইট বর্ডার বাজার সংলগ্ন ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীবৃন্দ হামদ্, না’ত ও ইসলামী সংগীত পরিবেশন করবেন ।

খ্যাতিমান অাবৃত্তিকার ও উপস্থাপক ইয়াছিন হায়দারের উপস্থাপনায় কলরবের সিনিয়র শিল্পীদের মধ্যে মুহাম্মাদ বদরুজ্জামান, অামিনুল ইসলাম মামুন, ওমর অাব্দুল্লাহ, কিশোরদের থেকে অাবু রায়হান, ইকবাল মাহমুদ, হুসাইন অাদনান, মাহফুজুল অালম ও শিশুশিল্পীদের মধ্যে শাফিন অাহমদ, শামিম অারমান এবং অাহনাফ খালেদ সংগীত পরিবেশন করবেন ।

উক্ত অনুষ্ঠানকে সর্বাত্নক সফল করতে সকলের প্রতি অাহবান জানিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ।