বিজয়নগরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক ৭।ড্রেজার জব্দ

0 15
বিজয়নগর  সংবাদদাতাঃ বিজয়নগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এসময় ৭ জনকে আটক করা হয়েছে।আটককৃতরা হল বাজিতপুরের জাফর আলীর ছেলে শাহালম (২৫), মাইজদির আব্দুল মোতালেবের ছেলে আলী আজগর (৩৫),সরাইল চুন্ডার মৃত আব্দুর রহমানের ছেলে শুক্কুর আলী (৫০),নবীনগর উপজেলার কৃষ্ননগরের মৃত আজগর আলীর ছেলে খাইরুল কবীর (৩৮),কিশোরগঞ্জের আব্দুল হাসিমের ছেলে নজরুল ইসলাম (৪০),আজাদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (১৯),মৃত আব্দুল মতিনের ছেলে আলামিন (২৭)।
বুধবার সন্ধ্যায়  উপজেলার পত্তন ইউনিয়নের তিতাস নদীর  মাশাউরা এলাকায়  অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ ও লোকজনকে আটক করেন ভ্রাম্যমাণ  আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান খান শাওন। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন বলেন, গোপন সংবাদের ভিক্তিতে নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) লন্ঙন করে তিতাস নদী থেকে বালু উত্তোলন করায় উক্ত আইনের ১৫(১) ধারায় বালু উত্তোলনের  সাথে জড়িত ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ।বালু উত্তোলন বন্ধ করতে  এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares