ব্রাহ্মণবাড়িয়ায় আবারও টর্নেডো, ১২ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

0 0
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও টর্নেডো, ১২ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২টি গ্রামে টর্নেডো আঘাত হেনেছে। এতে গ্রাম দু,টির বেশ কিছু গাছ পালা ভেঙ্গে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষতি হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ টর্নেডোতে অন্তত ১২টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

ছবি : আরেফিন শোভন

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার বাসুদেব, আহরন্দ দক্ষিণ পাড়া এলাকায় এই ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রচন্ড বাতাসে ঘরবাড়ি ও গাছপালা উড়তে থাকে। এতে ৩ টি বাড়ি সম্পূর্ণ ও ৯ টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

ছবি : আরেফিন শোভন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গ্রামগুলো পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ গ্রামের বাসিন্দাদের সাথে আলাপ করে তাৎক্ষনিকভাবে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ পরিবারকে ৩ বান ঢেউ টিন ও নগদ ৬ হাজার টাকা, আংশিক ক্ষতিগ্রস্থদের মাঝে ১ বান ঢেউ টিন ও নগদ ৩ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares