ইলিয়াস আলী নিখোঁজ হওয়া ও সরকারের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সরাইলে মিছিল
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়া ও সরকারের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে দ্বিতীয় দিন সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে জাতীয়তাবাদী ছাত্রদল সরাইল উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল মিছিল সরাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্বে করেন সরাইল উপজেলা ছাত্র দলের সভাপতি সৈয়দ ইসলামাইল মিয়া উজ্জ্বল। সভা পরিচালনা করেন ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বক্তব্য রাখেন নাজমু আলম খন্দকার মুন্না সাবেক সভাপতি সরাইল উপজেলা ছাত্রদল। রিগান খন্দকার সভাপতি সরাইল কলেজ ছাত্র দল। জাকির হোসেন সাধারণ সম্পাদক সরাইল কলেজ ছাত্রদল। আকবর সহসভাপতি, রুবেল যুগ্ম সম্পাদক, রুকন মাহমুদ যুগ্ম সম্পাদক, মিজান সহ সাংগঠনিক সম্পাদক সরাইল উপজেলা শাখা। যুব দলের নেতা জিল্লু, হাকিম, ছাত্র দল নেতা নাদিম, রুবেল, জাকির মিয়া, আহাদ, মুরাদ, জামাল প্রমূহ। বক্তারা অনতি বিলম্বে ইলিয়াছ আলী কে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে হস্তানাস্তরের দাবি জানান। বক্তারা আরো বলেন বিশ্বনাথ থানার দশ বছর আগের ঘটনায় দুটি মিথ্যা মামলা দায়ের করেন স্থানীয় আওয়ামীলীগ এতে প্রমাণিত হয় সরকার ও আওয়ামীলীগই ইলিয়াছ আলীকে গুম করেছেন। (খবর বিজ্ঞপ্তির) সরাইল ছাত্রদলের মিছিল বি.এন.পি কেন্দ্রীয় সাংগঠনিক ইলিয়াছ আলী নিখোঁজ হওয়ার ও সরকারের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে দেশ ব্যাপী সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে জাতীয়তাবাদী ছাত্র দল সরাইল উপজেলার শাখার উদ্যোগে একটি বিশাল মিছিল সরাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে নেতৃত্ব দেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, কলেজ সভাপতি রিগ্যান, সাধারণ সম্পাদক জাকির, যুবদল নেতা হাকিম, জিল্লু, রুবেল, শরিফ উল্লা, নাদিম, রুকন প্রমুখ। (খবর বিজ্ঞপ্তির) |