ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সেবা সপ্তাহ শুরু: বর্ণাঢ্য র‌্যালি

0 1

সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ্-২০১৯। রোববার সকাল ১০টায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান।
এরপর শহরের লোকনাথ দিঘির ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে পুলিশ যে সেবা প্রদান করে- সে বিষয়ে আরও সচেতনা তৈরির জন্য আমাদের এই পুলিশ সেবা সপ্তাহ। পুলিশের সেবা প্রদানের যদি কোনো ব্যাত্যয় ঘটে এবং পুলিশ যদি কোনো অনৈতিক কাজ করে আর সেটি যদি আমরা জনগণের মাধ্যমে জানতে পারি তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রেজা প্রমূখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares