বাঞ্ছারামপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে হাত-পা বেঁধে ধষর্ণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে ৫জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার বিবরণ, পুলিশ ও মেয়ের পরিবার জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই ছাত্রীর প্রতিবেশি বান্ধবী মাধবী আক্তার পার্শ্ববর্তী ভোলা মার্কেটে হাতে মেহেদী দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে সেখানে অপেমান রাহুল মিয়া এবং মাধুবী আক্তার ওই ছাত্রীকে একটি ঝোপে নিয়ে যায়। ওই সময় ওড়না দিয়ে হাত-পা, গাছের সঙ্গে বাঁধে। রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরের দিন গতকাল সোমবার ওই ছাত্রীর পিতা চিকিৎসার জন্য উপজেলা কমপেক্সে নিয়ে গেলে খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে হেফাজতে নেয়। বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) অংশু কুমার দেব জানান, ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মেয়ের পিতা বাদী হয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগ দিয়ে ৫জনকে আসামী করে মামলা করেছেন। ভিকটিমের মেডিকেল পরীার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হবে। |