বাঞ্ছারামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0 0

বাঞ্ছারামপুরে পানিতে ডুবে আফরিন (০৫) ও আয়েশা (০৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আফরিন দুর্গাপুর গ্রামের ফারুকের মেয়ে ও আয়েশা আসাদনগর গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা দুর্গাপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে আফরিন ও আয়েশা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে তলিয়ে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ্ উদ্দিন চৌধুরী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares