বাঞ্চারামপুরে শেখ হাসিনার জন্মদিন পালিত
র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাঞ্ছারামপুরে সভা নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। আওয়ামীলীগের আয়োজনে উপলক্ষে বাঞ্চারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) এ.বি তাজুল ইসলাম এমপি। পরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। শেষে ৬৯ পাউন্ডের জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি।
এর আগে বাঞ্চারামপুর কলেজ মাঠ থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক পদক্ষিন করে। এতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।