ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মামলার ৮০ জন আটক
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৮০ জনকে আটক করেছে পুলিশ । এরমধ্যে নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের ১২ জন এবং বিভিন্ন মামলায় ৬৮ জনকে আটক করা হয়।
পুলিশের একটি সূত্র জানায় , নাশকতা প্রতিরোধে বিভিন্ন উপজেলায় পুলিশের অভিযান চলছে। এ ছাড়া গ্রেপ্তারী পরোয়ানা সহ বিভিন্ন মামলায় অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে বিভিন্ন থানায় ৮০ জনকে আটক করা হয়েছে।
« ইরানের রেয়হানে জাব্বারির হৃদয়বিদারক শেষ চিঠি (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ »