বলিউড ২০১৫ :: বছরসেরা ২০ গান

0 2

এখন ইন্টারনেটের যুগ। তাই ছবির ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই মুক্তি পেয়ে যায় ছবির গান। বড় পর্দায় আসার আগে স্মার্টফোন কি কম্পিউটারে কোন গান কতটা জমজমাট, সেটি দিয়েও বিবেচনা হয় ছবির ভবিষ্যৎ। বলিউডি ছবিতে গানই আসল কথা, এ কথা বললে তো আর ভুল হয় না। আর গান শুধু শুনতে নয়, দেখতেও কেমন সেটাও হিসাব না করলে চলে না। ফিল্মফেয়ারের বিবেচনায় এ বছরের সেরা ২০ গানের সন্ধান দিতেই এ আয়োজন। একসঙ্গে সবকটি গান শোনার আর দেখার জন্য লিংক তো থাকছেই।

২০. চিটিয়া কালাইয়া (রয়)

ছবি একেবারেই ফ্লপ, তবে পারফরম্যান্স দিয়ে এই গানের মাধ্যমে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে পেরেছেন জ্যাকলিন ফার্নান্দেজ।

 

 

১৯. সুরজ ডুবা হ্যায় ইয়ারো (রয়)

একই ছবি থেকে দ্বিতীয় গান হিসেবে এটি স্থান করে নিয়েছে তালিকায়। পার্টি জমিয়ে দেওয়ার জন্য এ বছরের সেরা একটি গান।

 

 

১৮. জিনা জিনা (বদলাপুর)

বছরসেরা ক্রাইম থ্রিলার হিসেবে যেমন এগিয়ে, তেমনি শ্রুতিমধুর গানের জন্যও বাহবা পেয়েছে ‘বদলাপুর’। আতিফ আসলামের এই গান বেশ জনপ্রিয় হয়েছে।

১৭. মোহ মোহ কে দাগে (দম লাগাকে হাইসা)

আয়ুষ্মান-ভূমির দারুণ অভিনয় কেবল নয়, এই ছবির গানগুলোও নব্বই দশকের সেই আমেজ দিতে পেরেছে বহু শ্রোতা-দর্শককে।

১৬. মোহাব্বত বুরি বেমারি (বম্বে ভেলভেট)

বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ ছবি হলেও এই গান বেশ মনে ধরেছে দর্শকের।

১৫. বান্নো (তনু ওয়েডস মনু রিটার্নস)

ছবি যেমন হিট, তেমনি গানেও। কঙ্গনা একাই একশ বটে!

১৪. বেজুবাঁ (পিকু)

বহুল প্রশংসিত এই ছবি যেমন ছিমছাম, তেমনি সাধারণ এই গানও স্থান পেয়েছে এ তালিকায়।

১৩. গালা গুরিয়াঁ (দিল ধাড়াকনে দো)

ছবি মোটামুটি ব্যবসাসফল, তবে গানটি বেশ হিট।

১২. হামারি আধুরি কাহানি (হামারি আধুরি কাহানি)

বহুল প্রত্যাশিত এই ছবি ব্যবসাসফল না হলেও গানগুলো হতাশ করেনি দর্শক-শ্রোতাদের।

১১. সুন সাথিয়া (এবিসিডি ২)

এই ছবি গানেরই ছবি। সঙ্গে এই ট্র্যাকটিও মন মাতিয়েছে সবার।

১০. সেলফি লে লে (বজরঙ্গি ভাইজান)

হিট ছবির হিট গান, এ বছর বলিউডের সফলতম নায়ক সালমান!

৯. মেরা নাম মেরি (ব্রাদার্স)

আইটেম নাম্বারে এখনো ধারালো তিনি, কারিনা প্রমাণ দেখিয়েছেন এই গানে।

৮. আফগান জালেবি (ফ্যান্টম)

ক্যাটরিনার সঙ্গে এই গানের বড় চমক ছিলেন ‘ফেম গুরুকুল’ সেরা কাজী তৌকির।

৭. ম্যায় হুঁ তেরা হিরো (হিরো)

এ গান আলোচিত, কারণ গায়কের নাম সালমান খান!

৬. গুলাবোঁ (শানদার)

জমজমাট গানটি দারুণ পারফরম্যান্স আর আলিয়ার বিচিত্র সাজের জন্য বেশ জনপ্রিয় হয়েছে।

৫. প্রেম রতন ধান পায়ো (প্রেম রতন ধান পায়ো)

সুরজ বরজাতিয়ার এই বিশাল ফ্যামিলি ড্রামার শীর্ষসংগীত ছিল এটি।

৪. মটারগাশতি (তামাশা)

দীপিকা-রণবীরের রসায়ন ছাপিয়ে মোহিত চৌহান বাজিমাত করেছেন তাঁর দারুণ গায়কিতে।

 

৩. আগার তুম সাথ হো (তামাশা)

দীপিকা-রণবীর, সঙ্গে অরিজিৎ সিং ও অলকা ইয়াগনিকের মনোমুগ্ধকর কণ্ঠস্বর।

 

২. দিওয়ানি মাস্তানি (বাজিরাও মাস্তানি)

দীপিকার অসামান্য উপস্থিতি, শ্রেয়া ঘোষালের জাদুকরি কণ্ঠস্বর এবং বনসালির ট্রেডমার্ক সেট—সেরা হতে আর কী লাগে!

১. গেরুয়া (দিলওয়ালে)

কাজল-শাহরুখ জুটি এখনো সেরা, সেই পুরোনো সময়ের মতো এখনো জৌলুস কমেনি তাঁদের। চার বাঙালির আয়োজনে গড়া এই গান সব মিলিয়ে বিস্ময়কর জনপ্রিয়তা পেয়েছে ইউটিউবে। বছরের এক নম্বর গান যে এটিই হবে, তা তো বলার অপেক্ষা রাখে না।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares