ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলন

0 2

bbaria1রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলন আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ১০৩ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত জেলা ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রথম দিন বৃহস্পতিবার দুপুর দুইটায় উদ্ধোধনী বয়ান করবেন ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাসের এর ইমাম ও খতিব শায়খ আবু উমর ইয়াকুব আল আব্বাসী। একই দিন সন্ধ্যায় বয়ান রাখবেন ভারতের দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) মুফতী আবুল কাশেম নূমানী ও একই মাদ্রাসার উস্তাদ ক্বেরাতে আশারা ক্বারী আব্দুর রউফ। পর্যায়ক্রমে বয়ান করবেন ভারতের দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার সাইয়্যিদ মাহমুদ মাদানী, মুহাদ্দিস হাবিবুর রহমান আজমী, আগরতলা টাউন সেন্ট্রাল জামে মসজিদের খতিব আবদুর রহমান কাশেমী। এছাড়া দেশের বিশিষ্ট আলেমদের মধ্যে বয়ান করবেন ঢাকার যাত্রাবাড়ির জামিয়া মাদানিয়ার মুহতামিম মাহমুদুল হাসান, মালিবাগ মাদরাসার মুহতামিম আশরাফ আলী, শায়েস্তাগঞ্জ নূরে মদিনা মাদ্রাসার মুহতামিম নূরুল ইসলাম ওলিপুরী, চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার মুহাদ্দিস জুনায়েদ বাবুনগরী, মিরপুর জামিয়া কাশেমীয়া মাদ্রাসার মুহতামিম জুনায়েদ আল হাবিব, হবিগঞ্জ উমেদনগর মাদ্রাসার শায়খুল হাদীস হাফেজ তাফাজ্জুল হক, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া সিরাজিয়া মাদ্রাসার মুহতামিম মুনিরজ্জামান সিরাজী, কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মুহতামিম আযহার আলী আনোয়ার শাহ, ঢাকা বারিধারা জামিয়া মাদানিয়ার মুহতামিম নূর হোসাইন কাশেমী, সিলেট বরুনার মুফতী রশিদুর রহমান, ঢাকা জামিয়া রহমানিয়ার মুহতামিম মাহফুজুল হক, বড় কাটরা মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফেজ আবুল হাসনাত আমিনী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে প্রতিদিন দুপুর দুইটা থেকে বয়ান শুরু হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের মুহতামিম শাহ আহমদ শফী ও ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছদ্রে মহ্তামিম আশেকে এলাহী ইব্রাহিমী।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares