বন্ধ হওয়ার পথে বহু লেভেল কোম্পানি ডেসটিনি
চারদিক থেকে পথ বন্ধ হয়ে যাচ্ছে বহুল আলচিত মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের। বন্ধ হওয়ার পথে কোম্পানিটি। দেশের প্রায় অর্ধ কোটি মানুষের সাথে প্রতারনার দায়ে ডেসটিনির একে একে সব পথ বন্ধ করে দিচ্ছে সরকার। ইতোমধ্যে সরকার তাদের কয়েকটি কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। বাকিগুলোর বিষয়ে তদন্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে অচিরেই বন্ধ হয়ে যেতে পারে এই বহু লেভেল কোম্পানিটি । ৫ পরিচালকের ব্যাংক হিসাব জব্দ- কক্সবাজারে ডেসটিনির স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ- ডেসটিনির পণ্য বিক্রয় পদ্ধতি প্রতারণামূলক- আর এ কাজে মন্ত্রী, সাংসদ, রাজনীতিবিদ, শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং ডিসি-এসপিদেরও ব্যবহার করছে ডেসটিনি। তাঁদের সঙ্গে ডেসটিনির মালিকদের ছবি তুলে জেলা ও উপজেলাসহ সব অফিসে বড় বড় করে টাঙিয়ে রাখা হচ্ছে। নতুন গ্রাহক-পরিবেশকদের আস্থা অর্জনের জন্য এ হলো ডেসটিনির কৌশল। এদিকে পূঁজি হারানোর শঙ্কায় ভুগছেন ডেসটিনির প্রতারনার শিকার সাধারণ গ্রাহকরা। তাদের অভিযোগ সরকার যদি খুব তাড়াতাড়ি কোন ব্যাবস্থা গ্রহন না করেন তা হলে ডেসটিনির প্রতারনায় নিঃস্ব হতে পারেন অনেক সাধারণ লোকজন। তাই সাধারণের দাবি সরকার যেন তাদের মূলধন ফিরিয়ে দেয়ার ব্যাবস্থা করেন। |