এবার দপ্তরবিহীন মন্ত্রী হলেন সুরঞ্জিত
অর্থ কেলেঙ্কারির দায় নিয়ে রেল মন্ত্রণালয় থেকে পদত্যাগ করা সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাতে সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।তথ্য বিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬-এর ধারা ৩(৪)-এর ক্ষমতাবলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সুরঞ্জিত সেনগুপ্তকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করেছেন। |