৩৭ বছর কাটলো গোসল ছাড়া
কৈলাস সিং। বয়স ৬৫ । শরীরের তীব্র গন্ধে কাছে ভিড়তে পারেন না কেউ! ১৯৭৪ সালে ২৮ বছর বয়সে বিয়ে করেছিলেন। একটি মাত্র পুত্রলাভের আশায় দীর্ঘ ৩৭ বছর যাবত গোসল করছেন না ভারতের পবিত্র শহর বারানসির অধিবাসী গুরু কৈলাস সিং। এই ব্যক্তি এক পুরোহিতের নির্দেশে ১৯৭৪ থেকে আজ পর্যন্ত গোসল করেননি। পাশাপাশি চুল-গোঁফ-দাঁড়ি না কাঁটায় তা জটলা পাকিয়ে গেছে। চুল প্রায় ৬ ফুট লম্বা। |