বাংলাদেশি শান্তিরক্ষীদের দক্ষতায় মুগ্ধ দক্ষিণ সুদান

0 2

ক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সেলভা কির মায়ারদিত তার দেশে দায়িত্ব পালনে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিরপেক্ষ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেছেন। দক্ষিণ সুদানের রাজধানী জুবায় গতকাল শুক্রবার একটি জ্যেষ্ঠ পর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানানোর সময় মায়ারদিত বলেন, ‘দক্ষিণ সুদান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের নিরপেক্ষ ও চমত্কার পেশাগত দক্ষতা দেখে আমি মুগ্ধ।’  বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভি। মায়ারদিত তার সদ্য স্বাধীন দেশে জাতিসংঘের অধীন ব্লুহেলমেট মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অব্যাহত দায়িত্ব পালনের আহ্বান জানান। কারণ হিসাবে তিনি উল্লেখ করেন যে, কয়েক দশকের সহিংসতা ও গৃহযুদ্ধে প্রায় ২০ লাখ লোকের প্রাণহানির পর অর্জিত স্বাধীনতাকে তারা সুসংহত করতে চান। এ সময় প্রেসিডেন্ট মায়ারদিতকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ সম্বলিত চিঠি হস্তান্তর করেন রিজভি।

তিনি বলেন, উভয় দেশ তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার পথ খুঁজে পেতে দিক-নির্দেশনা পাবে। খুব শিগিগরই দক্ষিণ সুদানের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলেও রিজভি আশা প্রকাশ করেন। এর আগে বাংলাদেশের প্রতিনিধি দলটি দক্ষিণ সুদানে পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও কৃষিমন্ত্রী এবং সে দেশের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠক করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares