বিদেশে ৪ আর বাংলাদেশে ৩ ব্লেডের ফ্যান কেন ব্যবহার করা হয়?

0 1

FANপাখা তো সবার বাড়িতেই থাকে। কিন্তু কখনও কি ভেবেছেন, পাখায় ব্লেডের সংখ্যা কম বা বেশি হয় কেন?
সাধারণত বাংলাদেশে তিন ব্লেডের সিলিং ফ্যান থাকে। কিন্তু বিদেশে বা শীতের দেশে ৪ ব্লেডের ফ্যান ব্যবহার করা হয়।
আমেরিকা ও শীতের দেশে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)-র সহায়ক হিসেবে ৪ ব্লেডের ফ্যান ব্যবহৃত হয়। এর উদ্দেশ্য হল, হাওয়া ঘরের সব জায়গায় ছড়িয়ে দেওয়া। কেননা, চার ব্লেডের ফ্যান তিন ব্লেডের ফ্যানের থেকে ধীরে চলে। এর ফলে হাওয়া ছড়ানোর কাজটা সহজ হয়। সেই সঙ্গে অনেকটা হাওয়া সঞ্চালন করতে পারে।
আর বাংলাদেশে শুধুমাত্র হাওয়া ছড়ানোর কাজে পাখা ব্যবহার করা হয় না। ৩ ব্লেডের ফ্যান হাল্কা হয় এবং জোরে চলে। তাই ভারতে ৩ ব্লেডের ফ্যানই ব্যবহৃত হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares