বাস্তব জগতের আসল জেমস বন্ড

0 2

935-37fa4f1_xlarge
বৃটিশ গোয়েন্দা বিভাগের ভয়ঙ্কর গুপ্তচর। বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। দীর্ঘাকার, সুঠামদেহী সুদর্শন চেহারা এবং সব দিক থেকেই ব্যতিক্রমী। ধূমপান, মধ্যপান, জুয়া, দামী গাড়ির লোভ, ক্ষণিকের সাক্ষাতেই সুন্দরী নারীকে বিছানায় নেয়ার মতো দোষে সে নিত্যদোষী। খালি হাতে মারামারি, সাঁতার, বরফে স্কি, বিমান, নৌযান, মটরযান চালানোর সাথে আরেকটি বিষয়ে অত্যন্ত দক্ষ, তাহল মানুষ খুন। সাংকেতিক নাম এম১৬। সাংবাদিক ও লেখক ইয়াং ফ্লেমিং সৃষ্টি করেছেন এমনই এক অসাধারণ চরিত্র বন্ড, জেমস বন্ড ০০৭। কাল্পনিক এই জেমস বন্ড এখন যুক্তরাজ্যের জাতীয় প্রতীকের মতো। গল্পে জেমস বন্ড যুক্তরাজ্যের রাজকীয় নৌ গোয়েন্দা বিভাগের রিজার্ভ অফিসার। গল্প ও বাস্তবের মাঝের পর্দা ছিড়ে বাস্তবেই জেমস বন্ড হাজির হন ২০১২ এর লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে। কোটি মানুষের সামনে বৃটেনের রাণীকে নিরাপত্তা দিতে পাশে ছিল জেমস বন্ড রূপে ডেনিয়েল ক্রেইগ।

5985-2372faf_xlarge
ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্র জ্যামাইকায় ইয়ান ফ্লেমিং এর নিজস্ব এস্টেটের নাম ছিল গোল্ডেনআই। এখানে বসেই ১৭ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে ইয়ান ফ্লেমিং ক্যাসিনো রয়েল উপন্যাসে জন্ম দেন জেমস বন্ড চরিত্রের। বইটি ২ মাসের মধ্যে লেখা শেষ হলে পাণ্ডুলিপি বন্ধু ও সম্পাদক উইলিয়াম প্লোমারে কাছে দেবার পর তিনি খুব প্রশংসা করেন এবং প্রকাশক জনাথন কেইপ এর কাছে হস্তান্তর করেন। কিন্তু প্রকাশক জনাথন কেইপ বইটি পছন্দ না হওয়ায় ফেলে রাখেন। অবশেষে ইয়ান ফ্লেমিংয়ের আপন বড় ভাই অভিযাত্রিক ও প্রতিষ্ঠিত ভ্রমণ লেখক ‘পিটার’ এর অনুরুধে এক বছর পর ১৯৫৩ সালে বইটি ছাপান। প্রকাশিত হয়েই তুমুল জনপ্রিয়তা পায় বইটি, জন্ম হয় নতুন এক ইতিহাসের। ১৯৬৪ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নিজের গোল্ডেনআই এ বসেই ইয়ান ফ্লেমিং মোট ১২ টি উপন্যাস ও ২ টি ছোট গল্পের বই লিখেন। জেমস বন্ড সিরিজের শেষ দুটি বই ‘দ্যা ম্যান উইদ দা গোল্ডেন গান (১৯৬৫)’ ও ‘অক্টোপোসি এন্ড দ্যা লিভিং ডেলাইটস (১৯৬৬)’ প্রকাশিত হয় লেখকের মৃত্যুর পরে। এই সিরিজ সারা বিশ্বে বিক্রি হয় ১০০ মিলিয়ন বা ১০ কোটি কপির বেশী।

1-c299f9a_xlarge
কাল্পনিক গল্পের জেমস বন্ড খ্যাতি ও সম্মানের সকল চূড়া অতিক্রম করলেও বাস্তব জগতের সত্যি জেমস বন্ডকে খুব কমই চিনেন বন্ড ভক্তরা। যদিও কাল্পনিক জেমস বন্ডের নাম নেয়া হয়েছে আসল জেমস বন্ড থেকেই। আমেরিকার শীর্ষস্থানীয় পক্ষীবিদ জেমস বন্ড ক্যারিবিয়ান অঞ্চলে পাখি নিয়ে দীর্ঘ্য গবেষণা করেছেন। তার লেখা পাখির ফিল্ড গাইড ‘বার্ডস অব দ্যা ওয়েস্ট ইন্ডিজ (১৯৩৬)’ পাখি পর্যবেক্ষকদের কাছে তুমুল জনপ্রিয় ছিল। বৃটেনের নৌ গোয়েন্দা অফিসার ইয়ান ফ্লেমিং ছিলেন একজন একনিষ্ঠ পাখি প্রেমী ও উৎসাহী পাখি পর্যবেক্ষক। পাখি পাগল ইয়ান ফ্লেমিং জ্যামাইকায় অবস্থান করার সময় প্রায়ই বাইনেকুলার হাতে পাখি দেখতে বের হতেন। পাখি পর্যবেক্ষণের কালে সবসময় সাথে থাকত আসল জেমস বন্ডের লেখা প্রিয় ফিল্ড গাইড ‘বার্ডস অব দ্যা ওয়েস্ট ইন্ডিজ’।

ইয়ান ফ্লেমিং পাখি গবেষক জেমস বন্ড এর কাছে তার গোয়েন্দা সিরিজে নাম ব্যবহারের অনুমতি চাইলে জেমস বন্ড খুশি হয়ে রাজি হন। ইয়ান ফ্লেমিং জ্যামাইকাতে একবার আসল জেমস বন্ড ও তার স্ত্রীর এর সাথে সাক্ষাত করেছিলেন যা এক ডকুমেন্টারিতে দেখা গেছে। ১৯৬৪ সালে ইয়ান ফ্লেমিং ‘ইউ অনলি লিভ টুয়াইস (১৯৬৪)’ বইয়ের প্রথম এডিশনের একটি কপি আসল জেমস বন্ডকে উপহার দেন। বইয়ে তার নিজের স্বাক্ষর এর পূর্বে লিখেছিলেন “To the real James Bond, from the thief of his identity”।

শুধু জেমস বন্ড চরিত্রই নয় জেমস বন্ডের অন্য আরো কিছু চরিত্রের সাথে কোড ০০৭ ও নেয়া হয়েছে বাস্তব ঘটনা থেকে। ১ম বিশ্বযুদ্ধের সময় জার্মানির পররাষ্ট্র সচিব জিনজারম্যান একটি গোপন কূটনৈতিক চিঠি লিখেছিল মেক্সিকোর উদ্দেশ্যে জোটবদ্ধ হয়ে যুদ্ধ করার জন্য। এই গোপন চিঠি হ্যাক ও রহস্য উদ্দার করে বৃটেনের নৌ গোয়েন্দারা। এ সাফল্যের ফলে আমেরিকা ১ম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং জার্মানদের শোচনীয় পরাজয় ঘটে। এই গোপন চিঠির কোড ছিল ০০৭৫। এই থেকেই ইয়ান ফ্লেমিং তার জেমস বন্ড সিরিজের জন্য ০০৭ কোডটি নেন । ০০৭ কোডের এর ০০ এর অর্থ হল দায়িত্ব পালনের সময় নির্দ্বিধায় হত্যার লাইসেন্স। কাল্পনিক জেমস বন্ডের স্রষ্টা ইয়ান ফ্লেমিং (১৯৬৪) মারা যান বাস্তব জগতের আসল পক্ষীবিদ জেমস বন্ড (১৯৮৯) এর ২৫ বছর আগেই। কিন্তু তার সৃষ্টি করা কাল্পনিক জেমস বন্ডের মৃত্যু কবে হবে বা আদৌ হবে কি?

ইয়ান ফ্লেমিং মারা গেলেও জেমস বন্ড সিরিজ থেমে নেই। ইতোমধ্যে ৮ জন লেখক জেমস বন্ড চরিত্র ব্যবহার করে উপন্যাস (অথরাইজড) লিখেছেন যার সর্বশেষ উপন্যাস ট্রিগার মরটিস (২০১৫)। জেমস বন্ড চরিত্রের জন্মদাতা ইয়ান ফ্লেমিং হলেও জেমস বন্ডকে বিশ্বের কাছে এত জনপ্রিয় করার পিছনে আছে বহু মানুষের অবদান। সম্ভবত সবচেয়ে বেশী অবদান জেমস বন্ড চরিত্রে অভিনয় করা নায়কদের। এ পর্যন্ত ৭ জন নায়ক (Eon প্রোডাকশন এর ৬ জন) জেমস বন্ড এর নাম চরিত্রে অভিনয় করেন। মোট ২৬ টি সিনেমা (Eon প্রোডাকশন এর ২৪টি) এ পর্যন্ত রিলিজ হয়। এখন কয়েকজন নামকরা ক্রিপ্টো রাইটার মিলে একেকটি জেমস বন্ড সিনেমার স্ক্রিপ্ট তৈরি করেন। পৃথিবীর বিখ্যাত পরিচালকেরা এটি নির্মাণ করেন। এটা সম্ভবত চলতেই থাকবে।

মাইন রানা
ছবি ও তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ও ইন্টারনেট

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares