নওয়াজ শরিফের মাকে কদমবুসি করলেন মোদি

0 1

photo-1451137965

হঠাৎ করে পাকিস্তান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মাকে কদমবুসি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাহোরে প্রধানমন্ত্রীর বাসভবন রাইউইন্ডে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় মোদি এ সম্মান প্রদর্শন করেন বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই।

পিটিআই জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেলে এক আকস্মিক সফরে লাহোরে পৌঁছান মোদি। সেখানে তাঁকে স্বাগত জানান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর ছোট ভাই এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় মোদিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

পরে হেলিকপ্টারে করে নওয়াজের বাড়ি রাইউইন্ডে যান দুই নেতা। নওয়াজের পরিবার এ সময় মোদিকে উষ্ণ আতিথেয়তা দেয়। মোদিকে খেতে দেওয়া হয় তাঁর প্রিয় খাবার ‘শাক’ এবং নানা রকম পদের নিরামিষ খাবার। সঙ্গে কাশ্মীরি চা। মোদির সরফরসঙ্গী ছিলেন ১১ সদস্যের ভারতীয় একটি প্রতিনিধিদল।

পিটিআই জানায়, দুই প্রধানমন্ত্রীর বৈঠকের সময় নওয়াজের মা মোদির সঙ্গে দেখা করতে আসেন। এ সময় মোদি তাঁর পা ছুঁয়ে সালাম করে সম্মান জানান। এ ছাড়া নওয়াজকে জন্মদিনের শুভেচ্ছাও জানান মোদি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares