উন্নত দেশে পরিনত হতে হলে উন্নয়নের পাসওয়ার্ড সকলের হাতে হাতে থাকতে হবে – জেলা প্রশাসক

0 4

প্রতিনিধি:: নবীনগরে আয়োজিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষ্যে দুদিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক জনাব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান, মোছেনা বেগম,পৌরমেয়র, মাঈন উদ্দিন,সরকারি কর্মকর্তা, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত হতে হলে উন্নয়নের পাসওয়ার্ড সকলের হাতে হাতে থাকতে হবে। আর এ পাসওয়ার্ড তথ্য প্রযুক্তি। মেলায় মোট ১৩টি স্টল অংশ গ্রহন করে। শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা হয়।

প্রধান অতিথি মেলার স্টল ঘুরে দেখেন এবং মেলায় উপচে পড়া ভিড় দেখে সন্তোষ প্রকাশ করেন। মেলা উদ্বোধন ছাড়াও জেলা প্রশাসক মহোদয় রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদ, ইউডিসি,ইউনিয়ন ভুমি অফিস, ভোলাচং উচ্চ বিদ্যালয়, নবীনগর থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভুমি) এর কার্যালয় পরিদর্শন/দর্শন করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.