সাঈদীর ফাঁসির রায়ে নবীনগরে জামাত শিবিরের তান্ডব,আলীগ নেতার বাড়ী সহ ২০টি গাড়ি ভাংচুর
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহস্পতিবার জামায়েতের ডাকা হরতাল পালিত না হলেও দুপুরের পর মানবতা বিরোধী অভিযোগে অভিযুক্ত জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষনার পর নবীনগর কোম্পানীগঞ্জ সড়কে আলীয়াবাদ, নারায়নপুর, ভোলাচং ও সোহাতা মোড়ে জামাত শিবির কর্মীরা তান্ডব চালায়। এই সময় তারা একটি বাস সহ ২০টি টেম্পো ও আওয়ামীলীগ নেতা এড: শিব শংকর দাসের বাড়ী ভাংচুর করে। পরে বিক্ষুব্দ জনতা তাদের ধাওয়া করলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাধারন যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। উত্তেজিত জনতা দাড়ি টুপি দেখে ভোলাচং সড়কে টেম্পু যাত্রীকে নামিয়ে প্রহার করলে উত্তেজনা দেখা দেয়। |