নবীনগরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রদীপ প্রজ্জলন,কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ

0 3

প্রতিনিধি : কুখ্যাত রাজাকার নরঘাতক গোলাম আজমের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম’ এর উদ্যোগে ১১তম দিনে বৃহস্পতিবার (১৪.০২.১৩) সদরের আদালত সড়কে গণ জাগরণের মঞ্চ থেকে গণসংগীত, কবিতা ও  গণসমাবেশ করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের প্রতিনিধিরা গণজাগরণের মঞ্চে এসে একাত্মতা প্রকাশ করেন। সন্ধ্যা সাতটায় শত শত লোক মোমবাতি জ্বালিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গগন বিদারী শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তুলে। সবশেষে রাজাকার কাদের মোল্লার বিশাল এক কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্দ জনতা। এ সময় মুহুর্মহু ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়া হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares