Main Menu

নবীনগরে মামুন ডাকাতের পক্ষে বিপক্ষে পোস্টারিং

+100%-
এস.এ.রুবেল/ নবীনগর সংবাদদাতা: র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের হাতে অস্ত্র সহ  আটক হওয়া মহেশপুর গ্রামের মামুন ডাকাতের পক্ষ নিয়ে আসামির মিথ্যা মামলা ও মুক্তির দাবিতে নবীনগরের সর্বত্র পোস্টার সাটাল একটি গ্রুপ। এর দু’দিন বাদে মামুন ডাকাতের ফাঁসির দাবিতে নবীনগরে সাটানো পোস্টার গুলো এলাকাবাসির অনেকের নজর কারে।
উল্লেক্ষ্য গত ১লা এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্প ১ টি রিভলবার ও পাঁচটি গুলি সহ বিটঘর গ্রাম থেকে মামুন ডাকাতকে আটক করে।






0
0Shares