Main Menu

নবীনগরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫১তম মৃত্যু বার্ষিকী পালিত 

+100%-
মিঠু সূত্রধর পলাশ,  নবীনগর প্রতিনিধি:: বিশ্ব বিখ্যাত সংগীত সাধক সুর সম্রাট আলাউদ্দিন খাঁ’র ৫১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বুধবার সকালে অত্র কলেজ এর হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এসময় অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আরিফুল ইসলাম ভূঁইয়া টিপুর সভাপতিত্বে ও অত্র কলেজের বাংলা বিভাগের অধ্যাক্ষ মো. মোহসীন সরকার, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. গোলাম কিবরিয়া’র যৌথ সঞ্চালণায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর মজিব, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ,ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক অলিউর রহমান ভূঁইয়া,যুগ্ন আহবায়ক ডা: আবু জাফর জামাল, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ এর সভাপতি রানা শামীম রতন,অত্র কলেজের বিদ্যুৎশাহী সদস্য মো. সোহরাওয়ার্দ্দিন চৌধুরী,অভিভাবক সদস্য আশরাফ হোসেন আকছির, অভিভাবক সদস্য মোখলেছুর রহমান,মো. মাঈন উদ্দিন, হিতৈষী সদস্য মো. আনোয়ার হোসেন,লাউরফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যাক্ষ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাক্ষ আব্দুর রহিম সাগর,মো. দেলোয়ার হোসেন।





0
0Shares