নবীনগরে মাদকাসক্ত ছেলের ছুরির আঘাতে পিতা হাসপাতালে- অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় ঢাকায় প্রেরণ
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে বখে যাওয়া ছেলের ছুরির আঘাতে শওকত আলী (৫০) নামে এক পিতার অবস্থা বেগতিক। আহত ওই পিতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা। আজ বুধবার দুপুরে আল আমিন নামে আনুমানিক ২৪ বছরের মাদকাসক্ত ওই কু-পুত্র শুয়ে থাকাবস্থায় পিতার গলায় চাকু দিয়ে আঘাত করে।
ঘটনার খবর পেয়ে ওই ইউনিয়নের দায়িত্বরত পুলিশিং বিট অফিসার আবু বক্কর ও স্থানীয় দুই ইউপি সদস্য সফর মিয়া ও লিটন মিয়া এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ওই মাদকাসক্ত ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নবীনগর থানার ওসি মো. মাহাবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকাসক্ত আলামিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
« নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাশ ৩ হাজার তালের চারা গাছ রোপন করেছেন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে সরকারি খাল দখলের অভিযোগে মানববন্ধন »