নবীনগরে বিদ্যালয়ে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন তৈরির নামে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এ জরিমানা করেন।
সূত্রে জানা জায়, লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সুমন আহামেদ স্কুলের চিঠি জাল করে স্কুলের পুরাতন চারটি গাছ (যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষটাকা) কেটে নিয়ে যায়।
এ বিষয়ে উক্ত স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ উপজেলা নির্বাহী অফসার বরাবর লিখিত অভিযোগ করে। তদন্তে অবৈধ ভাবে স্কুলের গাছ কাটার অভিযোগ প্রমানিত হওয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয় তাকে।
« নবীনগরে অজ্ঞাত যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে এডভোকেট মাহবুব আলম খোকনের মনোনয়নপত্র জমা »