Main Menu

নবীনগরে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

+100%-

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ প্রশাসনের উদ্দ্যোগে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহষ্পতিবার (০২/০৫) অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম, নবাগত উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন, থানা কমিউনিটি পুলিশিং সভাপতি জহির উদ্দিন চৌধুরী শাহান, সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ সহ ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানবৃন্দ।

নবীনগর থানা এলাকায় জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী সকল কার্যক্রমে উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানগন নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার করেন এবং নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম করার মত প্রকাশ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন নবীনগর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায় ।






0Shares