Main Menu

নবীনগরে অজ্ঞাত যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ উপজেলার রতনপুর ইউনিয়নের বলদী বাড়ি গ্রাম থেকে বুধবার বিকেলে এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।
থানার তথ্য সূত্রে জানা যায়, উপজেলার বলদী বাড়ি গ্রামের চকের মাঝে একটি ডোবা থেকে এই লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক ১০/১৫ দিন পূর্বে এই অজ্ঞাত যুবতীকে হত্যা করে গুম করার লক্ষে নির্জন এই ডোবার মধ্যে কুচরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নবীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই ব্যাপারে নবীনগর থানার ওসি রণজিৎ রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।






Shares