সাংবাদিক বদিউল আলম খসরু আর নেই

0 3

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার নবীনগর প্রতিনিধি সাংবাদিক বদিউল আলম খসরু (৪০) আর নেই(ইন্নালিল্লাহে…..রাজেউন)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা শুক্রবার বাদ জুম্মা নামাজের পর চারগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুমার লাশ নারায়নপুর করস্থানে দাফন করা হয়।
তার অকাল মৃত্যুতে নবীনগর প্রেসক্লাব,উপজেলা বিএনপি সহ সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares