শোক সংবাদ :: নবীনগরে বেগম মাশরেকীর ইন্তেকাল
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সেতারা মাশরেকীর মাতা ও সাবেক উপজেলার পরিবার পরিকল্পনার সহকারি অফিসার বেগম মার্শিকী (৮৪) সোমবার সকালে নবীনগর পৌরএলাকার পশ্চিম পাড়া তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লহি..রাজিউন)।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আছর পৌরএলাকার পশ্চিম পাড়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাজা শেষে,পৌরএলাকার শেখ বাড়ির কবস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলার রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা মহুমার আত্মার শান্তি কামনা করে,শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।