ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি নেতা মো সায়েদুল হক সাঈদের স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র দাখিল

0 2

নবীনগর প্রতিনিধি:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়-৫ (নবীনগর) আসনে প্রতিদ্বন্দ্বীতার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি নেতা মো সায়েদুল হক সাঈদ। গতকাল বুধবার বিকেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মো সায়েদুল হক সাঈদ কলেজ জীবনেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৮৭ সালে ছাত্রদল মাষ্টার দা সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক এবং ১৯৯০ সালে মাষ্টার দা সূর্যসেন হল ছাত্র সংসদরে সাধারণ সম্পাদক (জি এস) নির্বাচিত হন। এ ছাড়াও তিনি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি ও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং নবীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে নিয়োজিত আছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares