নবীনগর :মাদক বিক্রেতা ও সেবনকারীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষনা নবীনগর পৌর মেয়রের

0 2

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় মাদক বিক্রেতা, মাদকসেবী ও ইভটিজিংকারীকে ধরিয়ে দিতে পারলে পৌরসভার পক্ষ থেকে পুরস্কার দেওয়ার দেওয়া ঘোষনা দিয়েছেন নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈনুউদ্দিন।

মঙ্গলবার দুপুরে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে নবীনগর পৌরসভার মেয়র এ ঘোষনা দেন। পুরস্কার বিতরন উপলক্ষে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য খাইরুল আমিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, মোঃ আবু মোছা, প্রভাষক ইকবাল হোসেন,খবির উদ্দিন, বোরহান উদ্দিন চৌধুরী ,হাজী নুরুজ্জামান,আশরাফুল ইসলাস রিপন প্রমুখ। আলোচনা সভাশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিগন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares