নবীনগর বিদ্যুৎপৃষ্টে এক শ্রমিকের মৃত্যু
নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশি গ্রামে কালবার্ডের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোরছালিন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ মার্চ) দুপুর ১২ দিকে এ ঘটনা ঘটে। সে কিশোরগঞ্জ জেলার দহ্মিণরাজিব গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, দুপুরে রডমিস্ত্রি মোরছালিন শিবপুর ইউনিয়নের ধনাশি গ্রামে নির্মাণাধীন একটি কালভার্টে ঢালাইয়ের কাজ করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় আশঙ্কজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. হাবিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।