নবীনগর প্রেসক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0 3

নবীনগর প্রতিনিধি: নবীনগর প্রেসক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী গত বুধবার সন্ধ্যায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে এক শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে নবীনগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব প্রঙ্গনে এসে শেষ হয়। সন্ধ্যায় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিতহয়।

প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী,সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল,পেীর মেয়র মো:মাঈন উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোশারফ হোসেন সরকার,ইউ এন ও সহধর্মিনী নাহিদা সুলতানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সুজীত কুমার দেব,সহ-সাধারণ জহির উদ্দিন চৌধুরী সাহান,নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, সলিমগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ ইউনুস, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু মুছা,নবীনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম, ডাঃ একেএম আজাদ, যুবলীগ সভাপতি সামস আলম,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, এ ছাড়াও শিক্ষক, ডাক্তার, ব্যাংকার, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল। অলোচনা শেষে আমন্ত্রীত অতিথিরা নবীনগর প্রেসক্লাবের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares