নবীনগর উপজেলায় জাদু দেখাতে গিয়ে এক জাদুকরের মৃত্যু
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জাদু দেখাতে গিয়ে আব্দুর রহমান (৫৫) নামে এক জাদুকরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুর রহমান ও তার সহযোগী কামরুল গাজী দেশের বিভিন্ন স্থানে ঘুরে জাদু খেলা দেখান। বিকেলে কৃষ্ণনগর বাজারে তারা জাদু খেলা দেখাচ্ছিলেন। এ সময় অভিনব কায়দায় জাদু দেখাতে গিয়ে আব্দুর রহমানের মৃত্যু হয়।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করেন।