নবীনগরে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে আনন্দ মিছিল

0 2

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে। রায়ের এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আনন্দ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
বুধবার দুপুর সোয়া ১২টায় নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীম কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মিছিল শেষে স্থানীয় নেতা কর্মিরা মিষ্টি বিতরণ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares