নবীনগরে ০২ বৎসরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

0 2

nobi2215এস আই/ স্বপন চন্দ্র দাস সংগীয় এ এস আই/ মোঃ নূরুন নবী ভূইয়া, এ এস আই/ মোঃ জাকির হোসেন এবং সগংগীয় ফোর্সসহ অদ্য ০২/০২/১৬ ইং তারিখ রাত্র ০১.২০ ঘটিকার সময় থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে ছবিতে প্রদর্শিত আসামী মোঃ সোস্তফা মিয়া (২০) পিতা-আব্দুল জব্বার, সাং-জগন্নাথপুর, থানা-নবীনগর জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেন। বিজ্ঞ আদালত উল্লেখিত আসামীকে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় দোষী সাব্যস্ত করে ০২ বৎসরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares