নবীনগরে ০১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ০১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পালিত হলো মুক্তিযোদ্ধা দিবস। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে শনিবার দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ানের সভাপতিত্বে ও সহকারি ডেপুটি কমান্ডার আজহারুল ইসলাম লালু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ডেপুটি কমান্ডার সামছুল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, হেলাল উদ্দিন ভূইঁয়া, মো. বাচ্চু মিয়াসহ আরো অনেকে।
বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন এবং তাঁদের প্রিয়জনদের হারানোর ব্যাথা স্মরণ করে আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
পরে মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া করা হয়।