নবীনগরে স্বাস্থ ও প.প. কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা স্থানিয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার দুপুর ১২টায় উপজেলা সদর হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামল খন্দকার,জেলা যুগান্তর প্রতিনিধি মো. সফিকুল ইসলাম, সাংবাদিক মাহাবুব আলম লিটন মো. আসাদুজ্জামান কল্লোল মো.সাইদুল আলম সোহরাফ, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,মিঠু ধর চৌধুরী, ডা.মো.হাবিবুর রহমান,ডা. মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসার মান উন্নয়নে সকলরে সহযোগীতা কামনা করেন।