নবীনগরে স্বামীর সাথে অভিমান করে ২ সন্তানের জননীর আত্মহত্যা
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের পূর্বপাড়ায় স্বামীর সাথে অভিমান করে সোমবার সকালে কীটনাশক খেয়ে তানিয়া আক্তার নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। মৃত তানিয়া উপজেলার কড়িইবাড়ী গ্রামের সুলতান মিয়া মিয়ার মেয়ে ।
এব্যাপারে নবীনগর থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তানিয়া সকালে কীটনাশক খায়। পরে তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎক তাকে কুমিল্লায় রেফার করলে পথি মধ্যে তার মৃত্যু হয়। রিপোর্ট লেখা পুর্যন্ত পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।