নবীনগরে সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া মাতৃবিয়োগ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার সাবেক প্রশাসক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মলাই মিয়ার মাতা ফুল বানু(৬৮) গতকাল রবিবার সকাল ৭টায় নবীনগর পৌরএলাকার মধ্যপাড়া উনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন (ইন্নাইলাহি উয়া ইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী,৬ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা গতকাল বাদ আছর নবীনগর কাশেমুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। তার মৃত্যুতে উপজেলা বিএনপি,আওয়ামীলীগ সহ সকল রাজনৈতিক ও সুধী সমাজের নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।