নবীনগরে রেমিটেন্স ক্যাম্পিং অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বলেছেন বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের প্রেরিত অর্থ যাতে মানুষের কাছে সহজ ভাবে পৌছে দেওয়া যায় সেই লক্ষেকাজ করার আহবান জানান। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস এর উদ্যেগে ফরেন রেমিটেন্স প্রবাহ বৃদ্বি এবং দ্রুত ব্যাকিং সেবা প্রদান বিষয়ক রেমিটেন্স ক্যাম্পিং অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
বুধবার দুপুরে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ক্যাম্পিংএ বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানিজিং ডিরেক্টর মো: ওবায়েদ উল্লাহ। কুমিল্লা সোনালী ব্যাংকের জেনারেল ম্যানাজার মো: নুরুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান ,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম প্রমুখ।