নবীনগরে ভন্ড পীর আটক মুচলেকায় মুক্তি পেলেন সহযোগী

0 2

এস এ রুবেল,নবীনগর :: নবীনগরে ভন্ড এক  পীরের নামে লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়ায় অবশেষে ওই পীরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারী জনৈকা ব্যাক্তির  আত্মসাৎকৃত টাকা ফেরত দেওয়ার আশ্বাসে মুচলেকায় মুক্তিপেলেন ওই ভন্ড পীরের স্থানীয় এক মহিলা সহযোগী।

vondo pir
সুত্র জানায়, ওই ভন্ডপীরের ভক্ত প্রতারনার স্বীকার পৌর এলাকার মনতলা গ্রামের মোছাঃ জুবেদা বেগম, স্বামী প্রবাসী মোস্তাফিজুর রহমান মুসা এর দায়ের করা প্রতারনার মামলায় আটকের পর আজ সোমবার পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করে।
দীর্ঘদিন ধরে ওই ভন্ড পীর বিভিন্ন স্থানে এজেন্টের মাধ্যমে এলাকার সহজ সরল মহিলাদের ধর্মীয় নানা অপব্যখ্যায় ভুলিয়ে ভালিয়ে ভক্ত বানিয়ে লাখ টাকা হাতিয়ে নেয়ার একাধিক অভিযোগ পাওয়া যায়। মোঃআনোয়ার হোসেন (৪৮) নামে ওই ভন্ড পীর কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের আব্দুল জহির বাড়ীর ছেলে।
তার সহযোগী শাহনাজ আক্তার কবিতা, স্বামী ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম সওদাগর বাড়ি নবীনগর পৌরসভার পদ্মপাড়ার বাসিন্দা।
অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়, অভিযোগকারীর স্ত্রীর কাছ থেকে শাহনাজ আক্তার গত এক বছর আগে ওই পীরের ভক্ত বানিয়ে ধর্মীয় নানা অপব্যাখ্যায় ব্যাংকে টাকা রাখলে সুদ হয়, সুদ খাওয়া হারাম ইত্যাদি বলে পীরের কাছে টাকা রাখলে পীর গাড়ি, জায়গা জমির ব্যবসা করে যে টাকা দিবে সেটা সুদবিহীন লাভ হবে এমন লোভনীয় ব্যাবসার কথা বলে কয়েক দফাঁয় ৩,৯৪,০০০/= টাকা হাতিয়ে নেয়। গত তিন মাস আগে তার স্বামী বিদেশ থেকে দেশে আসলে স্বামীর কাছে টাকার হিসাব না দিতে পারায় ভন্ড পীর ও এজেন্টের এসব কার্যকলাপ ফাঁস হয়ে যায়। পরে মুসা থানা পুলিশের আশ্রয়প্রার্থী হলে গত শনিবার রাতে নারায়নপুর গ্রামের এক আস্তানা থেকে পুলিশ অভিযান চালিয়ে ও সহযোগী সহ ভন্ড পীরকে আটক করে। পরে থানা প্রাঙ্গনে এক সামাজিক বিচারে ২,৭০,০০০/= টাকা ফেরত দেওয়ার রায় হলে ওই পীরের সহযোগী কবিতা বেগমের স্বামী রায়ের কিছু তামিল করে জিম্মাদার হয়ে মুচলেকা দিয়ে স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে যায়। আর পুলিশ ওই ভন্ড পীরকে জেলা হাজতে পাঠিয়ে দেয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares