নবীনগরে বড়াইল দূর্বার যুব সংগঠনের ২য় বর্ষপূর্তি উৎযাপন

0 2

DSC00661আমিনুল ইসলাম// নবীনগর উপজেলার বড়াইল দূর্বার যুব সংগঠনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামল বাংলা কিন্ডারগার্টেন প্রাঙ্গণে বৃহস্পতিবার (৩১/১২) বর্ষপূর্তিতে কেক কেটে আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফিরোজ মিয়া কলেজের প্রফেসর মোঃমজিবুর রহমান(জিন্না) বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান নান্নু (মাস্টার),বড়াইল উচ্চ বিদ্যালয়ের সহ-কারি শিক্ষক মোঃশাহনোয়াজ আলম,বড়াইল ইউপি সম্ভোব্য চেয়ারম্যান পদপার্থী দেলোয়ার হোসেন আবু,বড়াইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ মীর,খারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃমোছলেহ উদ্দীন দুলাল,শ্যামল বাংলার কিন্ডারগার্টেন সহ-সভাপতি মোঃআলী আজম,সৌদি প্রবাসী কাজী মোঃহাবিবুর রহমান,বড়াইল ইউপি স্বাস্থ্য কমপ্লেক্সের এরিয়া ম্যানেজার অপু আহমেদ,বড়াইল যুব সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জনি,সাধারন সম্পাদক ওমর ফারুক পলাশ,বিডিটাইমস এর ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি মোঃআমিনুল ইসলাম,শ্যামল বাংলা কিন্ডারগার্টেন এর সদস্য বোরহান উদ্দীন চন্নো,প্রবাসী চাঁন মিয়া,মোঃসেলিম মিয়া প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন,সংগঠন করলে চলবে না সংগঠনকে টিকিয়ে রাখতে হবে।কারন তোমরা হবে আগামীদিনের ভবিষ্যৎ কর্নদার,আর সংগঠনকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়াতে হবে,তাহলে সংগঠনের সার্থকতা উপলব্বি করা যাবে।

অনুষ্ঠানটি সভাপতিত্ত করের বড়াইল দূর্বার যুব সংগঠনের সভাপতি কাজী রুবেল হোসেন ও শঞ্চালনায় ছিলেন কাজী ইকরাম হোসেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares