নবীনগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চেয়ারম্যানের ইন্তেকাল

0 2

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সাবেক ৪বারের নির্বাচিত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ গতকাল শুক্রবার বিকেল ৩টায় উপজেলার উরখলিয়া তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন (ইন্না ইলাহি…..রাজিউন)। মৃৃত্যুকালে তার বংস হয়েছিলো ৭৬ বছর। বেশ কিছুদিন যাবত তিনি নানান রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যুবালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার মহুমের জানাজা ও রাষ্টিয় অনুষ্ঠানিকতা শেষে উরখলিয় গ্রামের তাদের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
এই বরশিয়ান নেতার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল,সাধারণ সম্পাদক এম এ হালিম সহ রাজনৈতিক,সামাজি,সাংস্কৃতিক ও সুধি সমাজের প্রতিনিধিরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares