নবীনগরে বিপুল পরিমান মাদক দ্রব্য সহ তিনজন আটক

0 10

6382ee14-3b01-4d99-9449-9684fd79382cএস.এ রুবেল:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ফাঁড়ির ইনচার্জ এসআই সফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ আজ সকালে শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রাম থেকে ব্রাহ্মণহাতা গ্রামের মাদক পাচারকারী মোবারক হোসেনকে ২০ কেজি গাজা সহ আটক করে ফেরার পথে শিবপুর বাজারে একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্বার করে সিএনজি সহ মাদক পারকারী কসবা উপজেলার খেওড়া গ্রামের এরশাদ মিয়া ও ও ঈশাননগর জয়নাল হোসেনকে আটক করে । পুলিশ জানায় ওই মাদক নবীনগররের উপর দিয়ে নরসিংদী ও ভৈরব যাচ্ছিল ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares