নবীনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

0 2


নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে শামীম মিয়া (৩০) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২১শে ফেব্রুয়ারি দুপুরে উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার বগডহর গ্রামের শওকত আলীর ছেলে।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহম্মেদ জানান, শামীম উত্তর পাড়ার নিমতলী এলাকায় একটি ভবনে কাজ করার সময় ভবনের সার্ভিস লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে পরিবারের অভিযোগ আহত অবস্থায় হাসপাতালে আনার পর ডাক্তারের অবহেলায় শামীমের মৃত্যু হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares