নবীনগরে বিদ্যুতের নতুন মিটার সংযোগের উদ্বোধন

0 2

nb
আমিনুল ইসলাম :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে বৃহস্পতিবার (১৭/১২) স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে । প্রধান অতিথি ছিলেন নবীনগরের সাংসদ জনাব ফয়জুর রহমান বাদল,বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,এ,হালিম।

নাছিরাবাদ গ্রামে ২০০৫ সালে প্রথম বিদ্যুতের ছোয়া লাগে এবং গ্রামের ৫০%ভাগ বিদ্যুতের আওতায় আসে এ বছর ২০১৫ সালে আবার নতুন ১৬৫ টি মিটারে সংযোগ দেওয়া হয়। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন নাছিরাবাদ গ্রামের জাহাঙ্গীর আলম খান । হাজ্বী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,পল্লী বিদ্যুত নবীনগর যোনাল অফিসের ডিজিএম মো.শাহাদত হোসেন,প্রবীর ভট্রাচার্য্য,শফিকুর রহমান,আজহার হোসেন জামাল,সৈয়দুজ্জামান,মুক্তিযোদ্ধা আঃ হালিম,শাহজাহান সিরাজ প্রমূখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares