নবীনগরে বাজারের এক দোকানে অসংখ্য মাধ্যমিক শ্রেণীর সরকারি বই

0 2

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর বাজারের নদীর পাড় শহিদ মিয়ার দোকানে ১হাজার ৪৭১ কেজি মাধ্যমিক শ্রেণীর সরকারি বইয়ের সন্ধান পাওয়া গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, সব গুলি বই নতুন এবং ২০১৩-১৪ সালের। সেখানে থাকা প্রতেকটি বইয়েরই মলট ছেড়া। বইয়ের ভেতরের পাতা পড়ে নিশ্চিত হওয়া গেছে যে এটি মাধ্যমিক শ্রেণীর বই।
এলাকার একজন ঠুঙ্গা ব্যবসায়ী সরকারি নিলাম ছাড়া কিভাবে এতো বই পেলেন এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসীর মনে।
দোকানি শহিদ মিয়া জানান, নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রতি কেজি বই ১২টাকা দরে, আমার হকারের মাধ্যমে ১হাজার ৪৭১ কেজি বই ১৭৬৫২ টকা দিয়ে কিনেছি। বই গুলি কিসের সেটা আমার জানা নাই।
নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম বলেন, আামার স্কুল থেকে কোন বই বিক্রয় হয়নি।
খবর পেয়ে উপজেলা মাধ্যমিক একাডিমেক সুপারভাইজার ইতি বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং তিনি জানিয়েছেন,সরকারি নিলাম ছাড়া এতোগুলি বই বিক্রয় করা অইনত দন্ডনীয় অপরাধ। তবে আমাদের কাছে জেলা শিক্ষা অফিস থেকে চিঠি এসেছে ২০১৫ সালের আগের বই বিনষ্ট করার। তবু আমি এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা নিবো।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares