নবীনগরে ফেইসবুকে রাষ্ট্রবিরোধী পোষ্ট করায় ইমাম আটক
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রাষ্ট্রবিরোধী পোষ্ট দেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাওলানা মোখলেছুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গোসাইপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মোখলেছুর রহমান ওই গ্রামের হাতিম মিয়ার ছেলে। তিনি স্থানীয় আশ্রাফপুর গ্রামের একটি মসজিদের ইমাম ও চরমোনাই পীরের সমর্থক।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মোখলেছুর রহমান তার ফেসবুক পেজে বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী পোষ্ট করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে গোসাইপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।